প্রকাশিত: Thu, Jan 25, 2024 8:44 PM আপডেট: Mon, Jan 26, 2026 10:34 PM
[১] নীতিনির্ধারকরা চাইলে ৬৪৮ সংসদ সদস্যের বিষয়টি স্পষ্ট করা হবে: আইনমন্ত্রী
সালেহ্ বিপ্লব: [২] একাদশ সংসদের মেয়াদ শেষ হবে ২৯ জানুয়ারি, এরই মধ্যে শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সদস্যরা, নতুন সংসদের অধিবেশন বসবে ৩০ জানুয়ারি। এই অবস্থায় বর্তমানে এমপির সংখ্যা ৬৪৮, এমন একটি দাবি তুলেছে বিভিন্ন মহল; এ নিয়ে বিতর্ক চলছে কদিন ধরেই।
[৩] আইনমন্ত্রী আনিসুল হক বললেন, একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ সংক্রান্ত বিষয়ে যা হয়েছে, তার সবকিছুই সাংবিধানিকভাবে হয়েছে। তারপরেও নীতি নির্ধারকেরা সংবিধানের এ সংক্রান্ত বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজন মনে করলে বিষয়টি দেখা হবে।
[৪] সেক্ষত্রে কোন জায়গাটা স্পষ্ট করার প্রয়োজন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আমি এখনো জানি না। নীতি-নির্ধারকরা প্রয়োজন বোধ করলে কোন জায়গায় সেটা নীতি-নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। তারপর সেটা হবে। আমার মনে হয় এখন যা হয়েছে সবকিছুই সাংবিধানিক হয়েছে।
[৫] আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে এটা আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই। সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে।
[৬] বৃহস্পতিবার সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।
[৭] বৈঠকের বিষয়ে তিনি বলেন, সৌজন্য সাক্ষাৎ ছিলো। বাংলাদেশ ও সৌদি আরবের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি আরবের সঙ্গে যে গভীর সম্পর্ক, তা আরও এগিয়ে নিতে আলোচনা হয়েছে।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট